¡Sorpréndeme!

Amrnath Disaster: অমরনাথে বিপর্যয়, নিখোঁজ বারুইপুর থেকে যাওয়া এক কলেজ ছাত্রী

2022-07-10 86 Dailymotion

অমরনাথে (Amarnath) মেঘভাঙা বৃষ্টিতে (Cloud Burst Rain) বিপর্যয়। শুক্রবার থেকে নিখোঁজ বারুইপুর থেকে যাওয়া এক কলেজ ছাত্রী। নিখোঁজ কলেজ ছাত্রীর নাম বর্ষা মুহুরি। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত পয়লা জুলাই বারুইপুর থেকে ৭ জনের একটি দল অমরনাথ যায়। সেই দলেই ছিলেন বর্ষা মুহুরি, তাঁর মা ও মামা। কিন্তু শুক্রবার মেঘভাঙা বৃষ্টির পর থেকেই কলেজ ছাত্রী বর্ষা মুহুরির কোনও খোঁজ মিলছে না। উদ্বিগ্ন পরিজনরা।