¡Sorpréndeme!

Darjeeling News: সিপিএমে সিন্ডিকেট-অভিযোগ, ক্ষোভ উগরে দলত্যাগ ৫ সদস্যের

2022-07-10 1 Dailymotion

এবার সিপিএমেও (CPIM) সিন্ডিকেট-অভিযোগ। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলত্যাগ দার্জিলিং (Darjeeling) জেলা সিপিএমের ৫ সদস্যের। বিক্ষুব্ধ সিপিএম নেতাদের অভিযোগ, দলে সিন্ডিকেট চলছে। বামপন্থা থেকে সরে আসছে নেতৃত্ব। এর ফলে দলের নীচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, নেতৃত্বের প্রতি আস্থা হারাচ্ছেন কর্মীরা। বিক্ষুব্ধরা জানিয়েছেন, বামপন্থার ওপর আস্থা রেখে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেও অন্য কোনও দলে তাঁরা যোগ দিচ্ছেন না। ৫ বিক্ষুব্ধকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সিপিএম জেলা নেতৃত্ব। এই নিয়ে একযোগে বামেদের আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপি। বামেরা নীতিহীনতায় ভুগছে, এবার দলের অন্দরেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, দাবি জোড়া ফুল ও পদ্ম শিবিরের।