¡Sorpréndeme!

Amarnath Cloudburst: অমরনাথে ফের মেঘভাঙা বৃষ্টি, বাড়ছে মৃতের সংখ্যা

2022-07-09 86 Dailymotion

এক ধাক্কা সামলে ওঠার আগেই অমরনাথে ফের মেঘভাঙা বৃষ্টি। গতকাল সন্ধে সোয়া ৬টা নাগাদ ফের মেঘ ভাঙা বৃষ্টি নামে।দ্রুত উদ্ধারকাজে নামে বিএসএফ। এখনও পর্যন্ত অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও নিখোঁজ ৪০ জন। সেনাবাহিনী ও ITBP জওয়ানদের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে NDRF। হেলিকপ্টারে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে NDRF। এখনও পর্যন্ত ১৫ হাজার পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ITBP।