আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ভারতবন্ধু, পদ্মবিভূষণ প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে ১ দিনের জাতীয় শোক ঘোষণা নয়াদিল্লির। পশ্চিম জাপানের নারা শহরে এই হামলা হয়। সূত্রের খবর, সূত্রের খবর, সকাল ১১টা ২৯ মিনিটে তিনি নির্বাচনী প্রচারে বক্তৃতা শুরু করেন। এক মিনিট পরেই তাঁকে গুলি করা হয়। প্রথমবার গুলি করার পর ৬৭ বছরের শিনজো আবে পড়ে যান। পড়ে যাওয়ার পরও তাঁকে দ্বিতীয়বার গুলি করা হয় বলে অভিযোগ। ৪১ বছরের আততায়ী গুলি চালানোর পরও পালিয়ে যায়নি। বরং ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে।