¡Sorpréndeme!

Morning News : প্রাথমিক TET-মামলার তদন্তে কলকাতা থেকে জেলায়, ৫ জায়গায় তল্লাশি চালাল CBI

2022-07-08 8 Dailymotion

প্রাথমিক TET-মামলার তদন্তে কলকাতা থেকে জেলায়, ৫ জায়গায় তল্লাশি চালাল CBI। উত্তর ২৪ পরগনার বাগদার ‘রঞ্জন’, অর্থাৎ চন্দন মণ্ডলের বাড়িতে যান CBI’এর গোয়েন্দারা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতির ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়।