¡Sorpréndeme!

Shinzo Abe shot : পিছন থেকে গুলি, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলা

2022-07-08 235 Dailymotion

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর গুলি চলল। সূত্রের খবর, পশ্চিম জাপানে নারা শহরে এই হামলা হয়।  ঘটনার সময় শিনজো আবে বক্তৃতা করছিলেন। বক্তৃতা শুরুর ঠিক পরেই গুলি চলে। অভিযোগ, পিছন থেকে কেউ তাঁকে গুলি করে। রাস্তার ওপরেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রথমবার গুলি করার পর ৬৭ বছরের শিনজো আবে পড়ে যান। পড়ে যাওয়ার পরও তাঁকে দ্বিতীয়বার গুলি করা হয় বলে অভিযোগ। তাঁকে আশঙ্কজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। তবে বছর চল্লিশের আততায়ী গুলি চালানোর পরও পালিয়ে যায়নি। বরং ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে।