¡Sorpréndeme!

Boris Johnson Resign: পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

2022-07-07 71 Dailymotion

অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মন্ত্রিসভার ৫০ সদস্যের পদত্যাগের পর পিছু হঠলেন বরিস জনসন। ‘দেশের স্বার্থে পদত্যাগ করুন’। বরিস জনসনকে জানিয়েছিলেন ট্রেজারি চিফ নাধিম জাওয়াহি। নিজের অফিসেই থাকবেন না নতুন দল নেতা নির্বাচন করবে কনজারভেটিভ পার্টি ? যিনি দল নেতা নির্বাচিত হবেন তিনিই হতে পারেন প্রধানমন্ত্রী। আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণার সম্ভাবনা। আগে পদত্যাগ করেন পরিবেশ মন্ত্রী রেবেকা পাউ।