¡Sorpréndeme!

Bhagwant Mann বিয়ের করলেন, দেখুন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ছবি

2022-08-24 0 Dailymotion

বিয়ের পিঁড়িতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। অরবিন্দ কেজরিওয়াল, রাঘব চাড্ডাদের নিয়ে বসে ভাগবন্ত মানের বিয়ের আসর। বিয়ের পিঁড়িতে বসার আগে ভাগবন্ত মানের হবু স্ত্রী (আগে) নিজের নয়া ছবি শেয়ার করেন। চিকিৎসক গুরপ্রীত কৌরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ভাগবন্ত মান। গুরপ্রীত নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করেন।