¡Sorpréndeme!

Kolkata: ফের অঙ্গদানের নজির রাজ্যে, গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল মৃত ব্যক্তির অঙ্গ। Bangla News

2022-07-07 79 Dailymotion

অ্যাপোলো হাসপাতালে ব্রেন ডেথ (Brain Death) ঘোষণা। ব্যারাকপুর পুর এলাকার বাসিন্দা ৪৯ বছরের ওই ব্যক্তির পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র (Heart) আরএন টেগোর হাসপাতাল, একটি কিডনি এসএসকেএম ও আরেকটি কিডনি (Kidney) ও লিভার অ্যাপোলো হাসপাতালেই প্রতিস্থাপন করা হবে।