¡Sorpréndeme!

Mamata Banerjee: 'কাজ যে করে, ভুল করে সে, তবে জেনেশুনে ভুল করা নয়',বললেন মমতা। Bangla News

2022-07-07 135 Dailymotion

কাজ করলে ভুল হতেই পারে, তবে জেনেশুনে ভুল নয়। ভুল করলে শুধরে নেওয়া যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে বললেন মমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে NSATI-এর সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের অধীনে রাজ্যের ২২টি জেলায়,২৬টি সিভিল সার্ভিসেস কোচিং স্টাডি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। ছাত্রছাত্রীদের 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' বিতরণ করা হয়।