¡Sorpréndeme!

Alipurduar: কালচিনিতে বক্সার জঙ্গলের মধ্যে দুটি ট্রেলারের সংঘর্ষ,আহত ১। Bangla News

2022-07-07 38 Dailymotion

আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনিতে বক্সার জঙ্গলের (Buxa Forest) মধ্যে দুটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। দুটি ট্রেলারেই আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রাত ৮টা নাগাদ পোড়ো বনবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল ৩১ নম্বর জাতীয় সড়ক (National Highway)। রাত পৌনে ২টো নাগাদ একদিকের লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পুলিশ সূত্রে খবর, ভুটান থেকে বাংলাদেশগামী পাথরবোঝাই ট্রেলারের চাকা ফেটে যাওয়ার পর, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টোদিকের লেনে চলে আসায় গুয়াহাটিগামী আলুবোঝাই ট্রেলারের ধাক্কা লাগে। একটি ট্রেলারের চালক আহত হন।