¡Sorpréndeme!

North 24 Pargana: ট্রাক চালককে অপহরণ করে পিটিয়ে খুন, পাচারের সঙ্গে যোগ? Bangla News

2022-07-07 1 Dailymotion

বনগাঁয় ট্রাক চালককে (Truck Driver) অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ। পরিবারের দাবি, বছর বাহান্নর গৌর দত্ত সোনা পাচারে যুক্ত ছিলেন। সম্প্রতি পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে (Bangladesh) যান। সেখান থেকে সোনার বিস্কুট নিয়ে ফেরার সময়, বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে ধরা পড়ে গেলেও বাড়ি ফিরে আসেন। পরিবারের অভিযোগ, গতকাল কয়েকজন বাড়িতে এসে ওই ট্রাক চালককে তুলে নিয়ে যায়। রাতে গোপালনগরের সিমলে ফাঁড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। পাচারের সঙ্গে খুনের কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।