¡Sorpréndeme!

Train Scare : জলপাইগুড়ি রোড স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসে ধোঁয়ায় আতঙ্ক

2022-07-05 43 Dailymotion

জলপাইগুড়ি রোড স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসে ধোঁয়ায় আতঙ্ক। এনজেপি স্টেশন ছাড়ার কিছু পরেই এস১ কামরার চাকা থেকে ধোঁয়া। ধোঁয়া দেখতে পেয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন থামিয়ে দেন চালক। কিছুক্ষণ পরে আবার আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয় পদাতিক এক্সপ্রেস।পদাতিক এক্সপ্রেসের চাকায় ঘর্ষণ থেকেই ধোঁয়া, অনুমান রেলের ।