¡Sorpréndeme!

Bus Service : মাত্র ১ ঘণ্টায় এয়ারপোর্ট থেকে হাওড়া, চালু হল WBTC-র এসি শাটল বাস

2022-07-05 1 Dailymotion

এয়ারপোর্ট থেকে হাওড়া। মাত্র একঘণ্টায়। নো স্টপ পরিষেবা। ভাড়া মাত্র ১০০ টাকা। আজ থেকে চালু হল WBTCর দুটি এসি শাটল বাস। এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালি-উল্টোডাঙা-কাঁকুড়গাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন অ্যাভিনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশন। ফেরার রুটও এক। মাঝে ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেডে L 20 বাস স্ট্যান্ডে দাঁড়াবে এই শাটল বাস। ভোর থেকে রাত পর্যন্ত মিলবে পরিষেবা। উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।