¡Sorpréndeme!

Kolkata: ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়, পার্ক সার্কাস বাজারে গুরুতর জখম এক ক্রেতা

2022-07-04 15 Dailymotion

ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়। পার্ক সার্কাস বাজারে গুরুতর জখম এক ক্রেতা। কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। সকাল সোয়া ৮টা নাগাদ পার্ক সার্কাস বাজারে তিনতলার কার্নিসের একাংশ ভেঙে একটি দোকানের ছাউনির ওপর পড়ে ভাঙা অংশ ছিটকে যায়। তাতেই মাথায় চোট পান ওই ক্রেতা।