¡Sorpréndeme!

7tae Bangla: দেশবাসীর জন্য বিকাশ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে কাজ করে গিয়েছি: নরেন্দ্র মোদি

2022-07-03 4 Dailymotion

"দেশবাসীর জীবন কতটা সহজ হয়েছে, বিকাশ কীভাবে দেশের কোনায় কোনায় পৌঁছয়, তার জন্য কাজ করে গেছি। জীবন সুনিশ্চিত করতে চেয়েছি। গরিব, দলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া, আদিবাসী...সবার আজ মনে হয় বিজেপি সরকার ওদের আশাপ্রত্যাশা পূরণ করছে। দেশের মহিলা, বোন-মেয়েরাও বুঝছেন যে ওনাদের জীবনযাত্রা সহজ হয়েছে, আজ রাষ্ট্রের বিকাশে যোগদান দিতে পারবেন।'' মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।