মহারাষ্ট্রের (Maharastra) স্পিকার নির্বাচনেও ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। স্পিকার নির্বাচনে জয়ী বিজেপির (BJP) রাহুল নারবেকর। ১৬৪টি ভোট পান তিনি। পরাজিত হন এমভিএ-র প্রার্থী রাজন সালভি। তিনি পান ১০৭টি ভোট। স্পিকার পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৪টি ভোট। রাজ ঠাকরের এমএনএস ভোট দেয় বিজেপি প্রার্থীকে। সমাজবাদী পার্টির বিধায়ক ভোটদানে বিরত থাকেন। স্পিকার নির্বাচনের পর, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের দাবি, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটই সরকার গড়েছে।