¡Sorpréndeme!

Morning Headlines: বৃষ্টির সময় বিদ্যুতের পোস্টে হাত দিতেই অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

2022-07-03 23 Dailymotion

হরিদেবপুরের পর নারকেলডাঙা (Narkeldanga), ফের কলকাতায় (Kolkata) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! বৃষ্টির সময় বিদ্যুতের পোস্টে হাত দিতেই অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু। টিউশনের পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। দেহ উদ্ধারে লাগল ২০ মিনিট। এলাকায় হুকিংয়ের পরিবেশ, জল চুরি করতে গিয়ে শর্ট সার্কিট, অনুমান পুরসভার। হঠাৎ ডানদিকে বাসের টার্ন। পাশ কাটিয়ে বেরোতে গিয়ে লরিতে ধাক্কা। মারিশদায় শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয় দুর্ঘটনা, প্রকাশ্যে ফুটেজ। ঘটনাস্থলে ফরেন্সিক। কী হয়েছিল মারিশদায়? জেনে নিন সকালের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।