¡Sorpréndeme!

Uluberia Accident: উলুবেড়িয়ার খলিসানিতে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক I Bangla News

2022-07-02 5 Dailymotion

উলুবেড়িয়ার খলিসানিতে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়িয়ে থাকা কন্টেনার ও পিক আপ ভ্যানে ধাক্কা মারে ওড়িশা থেকে কলকাতাগামী বেসরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় কন্টেনারের খালাসির। মৃত ব্যক্তি বিহারের ছাপরার বাসিন্দা। গুরুতর আহত পিক আপ ভ্যানের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস আটক হলেও চালক পলাতক।