¡Sorpréndeme!

Mahisadal: সকালে পুজো, দুপুরে রথযাত্রা, ভক্তদের সমাগম মহিষাদল রাজবাড়ির চত্বরে

2022-07-01 36 Dailymotion

মহিষাদলের রাজবাড়িতে (Mahisadal Rajbari) রথযাত্রা এবার পড়ল ২৪৬ তম বছরে। গত দু’বছর করোনার (Covid) কারণে রথের চাকা গড়ায়নি। পালকিতে করেই রথের কাছে গিয়ে সেই পালকিতে করেই মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় জগন্নাথদেব ও মদনগোপাল জিউয়ের বিগ্রহকে।  মহিষাদলের রাজবাড়ির কুলদেবতা মদনগোপাল জিউ। এখানে রথে তোলা হয় জগন্নাথদেব ও মদনগোপাল জিউয়ের বিগ্রহকে। বলরাম, সুভদ্রার বিগ্রহকে রথে তোলা হয় না। আজ সকালে পুজো হয়। দুপুরে হবে রথযাত্রা। ভক্তদের সমাগম হয়েছে মহিষাদল রাজবাড়ির (Mahisadal Rajbari) চত্বরে।