এবার ৬২৬ বছরে পড়ল মাহেশের রথযাত্রা (Mahesh Rath Yatra)। কোভিডের (Covid19) কারণে গত দু’বছর লোক সমাগম হয়নি। এবার বিধিনিষেধ না থাকায় সকাল থেকেই মাহেশে ভক্তদের ভিড়। সকালেই দেওয়া হয় ভোগ। বিকেল চারটের সময় রথের রশিতে টান পড়বে।