Devendra Fadnavis : আজই সরকার গঠনের দাবি জানাতে পারেন ফড়ণবীস: সূত্র
2022-06-30 23 Dailymotion
মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন ২৮৭। ম্যাজিক ফিগার ১৪৪। বিজেপির বিধায়ক সংখ্যা ১০৬। শিণ্ডে শিবিরের দাবি, তাদের পক্ষে রয়েছেন ৩৯ জন বিধায়ক। দু’য়ের যোগফলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ১৪৫। বিজেপির দাবি, এছাড়াও, তাদের সমর্থনে রয়েছেন অন্যান্য আরও ২২ জন বিধায়ক।