¡Sorpréndeme!

Nikhita Gandhi Exclusive: মুম্বইতে ব্য়বসা প্রথমে, কিন্তু কলকাতা এখনও শিল্পকে প্রাধান্য দিতে জানে: নিকিতা গাঁধী

2022-06-29 3 Dailymotion

ইতিমধ্যেই মায়ানগরী মুম্বইতে নিজের জায়গা করে নিয়েছেন বাংলার মেয়ে নিকিতা গাঁধী (Nikita Gandhi)। তাঁর হিন্দি গান জনপ্রিয় হলেও কলকাতার এই কন্যার মন পড়ে থাকে কলকাতাতেই। বাংলার খাওয়া, মানুষের ভালোবাসা, সবকিছুই যেন মুম্বইতে বসে মনে পড়ে তাঁর। নারীসুরক্ষা নিয়েও নিজের মতামত স্পষ্টভাবে জানালেন তিনি। কাজের ফাঁঁকে কলকাতায় এসে এবিপি লাইভের মুখোমুখি হয়েছিলেন সঙ্গীতশিল্পী নিকিতা গাঁধী।