¡Sorpréndeme!

Mamata Banerjee: মানুষের মতো মানুষ হও, এটাই তৃণমূল কংগ্রেসের ভাবনা-চেতনা: মমতা বন্দ্যোপাধ্যায়

2022-06-28 1 Dailymotion

"আজ আছি কাল নেই, কে খাবে টাকা! পুঁই শাকের ঝোল খাব, সোনার তো জল খাব না। আজকাল মেয়েরা সোনার গয়নাও পরতে চায় না। অনেক বাড়ির মেয়েরা আছে পেলেও নেয় না। অনেক বাড়ির ছেলেরা আছে, তাঁর ছোট ছোট ছেলেমেয়েকে শিক্ষা দেয় ভাল হও, সৎ হও, মানুষের মতো মানুষ হও। এটাই তৃণমূল কংগ্রেসের ভাবনা। এটাই চেতনা।'' বললেন মমতা।