¡Sorpréndeme!

Government Hospital: সরকারি হাসপাতালে বেড পেলেন না প্রাক্তন বাম বিধায়ক। খবর জানাজানি হতে ১৮ ঘণ্টা পর মিলল বেড। Bangla News

2022-06-28 48 Dailymotion

সরকারি হাসপাতালে বেড পেলেন না প্রাক্তন বাম বিধায়ক। খবর জানাজানি হতে ১৮ ঘণ্টা পর মিলল বেড। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। গলব্লাডার অপারেশনের জন্য রবিবার হাসপাতালে ভর্তি হন ঝাড়গ্রামের বিনপুরের সিপিএমের প্রাক্তন বিধায়ক দিবাকর হাঁসদা। অভিযোগ, বেড না মেলায়, মেঝেতেই শুয়েছিলেন প্রাক্তন বিধায়ক। এমনকি, বিছানাও জোটেনি বলে অভিযোগ। খবর জানাজানি হতে, গতকাল রাত ৯টা নাগাদ প্রাক্তন বিধায়ককে সার্জিক্যাল ওয়ার্ডে বেডে স্থানান্তরিত করা হয়। বেড কম থাকায় এই সমস্যা, সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।