Mahishadal: টানা ২ বছর পর এবার ফের সাড়ম্বরে হবে মহিষাদলের রথের মেলা। Bangla News
2022-06-28 10 Dailymotion
টানা ২ বছর পর এবার ফের সাড়ম্বরে হবে মহিষাদলের রথের মেলা। সিসিক্যামেরা, ড্রোনে নজরদারির পাশাপাশি ভিড় ঠেকাতে পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। রথসড়কের দখলদারির অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।