¡Sorpréndeme!

Sarada Case: সারদায় টাকা ফেরতের দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার কমিটি

2022-06-27 40 Dailymotion

সারদায় টাকা ফেরতের দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার কমিটিকে দায়িত্ব দিল হাইকোর্ট। কমিটির হাতে সিবিআই, ইডি-সহ বিভিন্ন সংস্থার বাজেয়াপ্ত করা সারদার সম্পত্তি। সারদার বাজেয়াপ্ত করা সম্পত্তি তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ। বাজেয়াপ্ত করা সম্পত্তি সেবির মাধ্যমে বিক্রি করতে পারবে তালুকদার কমিটি। সারদার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে তালুকদার কমিটি। এমপিএস চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরতের জন্য ছিল তালুকদার কমিটি।