¡Sorpréndeme!

Haridevpur Death Update: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার, পাম্প চালিয়ে জমা জল নামাল পুলিশ

2022-06-27 30 Dailymotion

বৃষ্টিতে রাস্তার জমা জলে ওত্‍ পেতে মরণফাঁদ! শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। লাইটপোস্টে হাত দিতেই হরিদেবপুরে তড়িদাহত হয়ে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। দুর্ঘটনার পরেই দুটি পাম্প চালিয়ে জমা জল নামাল পুলিশ, দেরি কেন, প্রশ্ন প্রতিবেশীদের। ওই বাতিস্তম্ভ তাদের নয়, দাবি সিইএসসি-র. বিএসএনএলের পোস্ট ব্যবহার করে বিদ্যুত্‍ সরবরাহ হত, দাবি স্থানীয় কাউন্সিলরের। দিনকয়েক আগে ওই বাতিস্তম্ভের গোড়ায় খোঁড়াখুঁড়ি হয়েছিল, দাবি কাউন্সিলরের।