¡Sorpréndeme!

Burdwan Train Accident: বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল, অল্পের জন্য রক্ষা

2022-06-27 431 Dailymotion

সকালের ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল (Local Train)। যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। সকাল ৯টা ৫০ মিনিটে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের (Burdwan Station) ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান (Burdwan)-হাওড়া (Howrah) কর্ড লাইন লোকাল। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। ঘটনাস্থলে যান রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।