হরিদেবপুরে (Haridevpur) জমা জলের মধ্যে বাতিস্তম্ভে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বালকের মৃত্যুর ঘটনায় একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে।এর মধ্যেই ঘটনাস্থলে ২টি পাম্প চালিয়ে জল নামাল পুলিশ। দুর্ঘটনার আগেই কেন জল নামানোর ব্যবস্থা করা হয়নি, প্রশ্ন মৃত বালকের প্রতিবেশীদের।