¡Sorpréndeme!

Kolkata : কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

2022-06-27 1 Dailymotion

বৃষ্টিতে রাস্তার জমা জলে ওত্‍ পেতে মরণফাঁদ! শহরে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। লাইটপোস্টে হাত দিতেই তড়িদাহত হয়ে মর্মান্তিক মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার। গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ হরিদেবপুর (Haridevpur) থানা এলাকার হাফিজ মহম্মদ ইশাক রোডে এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে খবর, জমা জল ঠেলে গৃহশিক্ষিকার বাড়িতে যাওয়ার সময় লাইটপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় বালক। এলাকা বিদ্যুত্‍‍‍ বিচ্ছিন্ন করে বালককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়বাসিন্দারা। CESC জানিয়েছে, এই লাইটপোস্টটি তাদের নয়।