¡Sorpréndeme!

GTA: পাহাড়ের সঙ্গে সমতলের ভোট, এক বাড়ির বাসিন্দা হয়েও ভোট আলাদা বুথে

2022-06-27 22 Dailymotion

একই বাড়ির বাসিন্দা। অথচ পরিবারের এক সদস্য ভোট দিলেন জিটিএতে (GTA), কারও আবার শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদে! দার্জিলিঙের (Darjeeling) নকশালবাড়ির (Naksalbari) শতাধিক পরিবার এমন সমস্যার মুখে পড়েছেন। বিভ্রান্তিতে পড়ে কেউ ভোটই দিলেন না। কেউ ক্ষোভ উগরে দিলেন।