¡Sorpréndeme!

Kolkata Metro: জোকা থেকে তারাতলা রুটে চালু হচ্ছে পরিষেবা, আগামী মাসেই ড্রাই রান

2022-06-27 34 Dailymotion

আগামী মাসেই জোকা (Joka) থেকে তারাতলা (Taratala) পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে হবে মেট্রোর (Kolkata Metro Railway) ড্রাই রান। সেখানে ব্যবহার করা হবে অবসর নেওয়া ২টি নন এসি রেক। ড্রাই রানে দেখা হবে মেট্রো ট্র্যাকের অবস্থা। সব ঠিক থাকলে চলতি বছরেই এই রুটে চালু করা যাবে পরিষেবা, আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের (Kolkata Metro Railway)