¡Sorpréndeme!

Maharashtra Crisis : মন ভাল রাখতে গুয়াহাটির হোটেলেই নির্দল বিধায়কের জন্মদিন পালন শিণ্ডে শিবিরের

2022-06-26 20 Dailymotion

মহারাষ্ট্রে মহাসঙ্কট। একনাথ শিণ্ডের সঙ্গে সুরাত হয়ে অসমের গুয়াহাটিতে হোটেলে রয়েছেন মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা। আজ তার পঞ্চম দিন। এরই মাঝে একঘেয়েমি কাটাতে, বিধায়কদের মন ভাল রাখতে হোটেলেই নির্দল বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকরের জন্মদিন পালিত হল ধুমধাম করে।