¡Sorpréndeme!

Sonarpur : ফিল্মি কায়দায় বিশাখাপত্তনম থেকে উদ্ধার সোনারপুরের অপহৃত যুবক, গ্রেফতার ৪ অপহরণকারী। Bangla News

2022-06-25 92 Dailymotion

ফিল্মি কায়দায় বিশাখাপত্তনম থেকে উদ্ধার সোনারপুরের অপহৃত যুবক। ৪ অপহরণকারীকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। কমিশনের নামে ৭ লক্ষ টাকার টোপ জব এজেন্সির কর্ত্রীকে। টাকা আনতে হাওড়ার হোটেলে পাঠালে মহিলার ভাইকে অপহরণের অভিযোগ। হাওড়া থেকে যুবককে অপহরণ করে বিশাখাপত্তনম পাড়ি অপহরণকারীদের। ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ জব এজেন্সির কর্ত্রীর। অভিযোগ পেয়ে বিশাখাপত্তনমে যায় সোনারপুর থানার পুলিশ। ‘অটোচালককে হাওলার এজেন্ট সাজিয়ে পাল্টা মুক্তিপণের টোপ অপহরণকারীদের’। বিশাখাপত্তনমের হোটেল থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত, উদ্ধার যুবক।