¡Sorpréndeme!

Psychiatrists Reaction : দেড়ঘণ্টার চেষ্টাতেও শেষ রক্ষা হল না, রোগীর কার্নিসে চলে যাওয়া প্রসঙ্গে কী জানাচ্ছেন মনোবিদরা

2022-06-25 1,020 Dailymotion

দেড়ঘণ্টার চেষ্টাতেও শেষ রক্ষা হল না। হাসপাতালে মজুত দমকল কর্মীরা। প্রস্তুত ছিল হাইড্রলিক ল্যাডার, জাল। সেই জাল পাতার আগেই ৮ তলার কার্নিস থেকে হাত ফসকে নীচে পড়ে গেলেন রোগী। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে এই দৃশ্য দেখে মল্লিকবাজারের ওই রাস্তায় ভিড় জমে যায়।