¡Sorpréndeme!

Amit Shah Exclusive : গুজরাত মডেল থেকে নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক, এক্লক্লুসিভ অমিত শাহ

2022-06-25 46 Dailymotion

গুজরাত হিংসা কোনও মডেল নয়। বিজেপির শাসনে অনেক কম হিংসা হয়েছে। ট্রেন জ্বালানোর জন্য হিংসা হয়েছে, তারপরের হিংসা হয়েছে রাজনীতির কারণে। শাসনব্যবস্থায় যাঁরা ছিলেন, সবাই সে সময় শান্তি আনতে চেষ্টা করেছিলেন । কেউ হিংসা এই পর্যায়ে যাবে, তা বুঝতে পারেননি। রাজনৈতিক ফায়দা হলে, হিংসা বেশি হত।’ দাবি অমিত শাহের।