¡Sorpréndeme!

Shiv Sena: ১২-র পর আরও ৫ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা। Bangla News

2022-06-24 20 Dailymotion

হয় এসপার নয় ওসপার, নতুন রণকৌশল শিবসেনার। গতকালের বৈঠকে কড়া বার্তা উদ্ধব ঠাকরের। ‘যাঁরা বলতেন, মরে গেলেও শিবসেনা ছাড়বেন না, তাঁরাই পালিয়েছেন’। ‘বিদ্রোহী বিধায়করা শিবসেনা ভাঙার চেষ্টা করছেন’,মন্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। ২৪ ঘণ্টা সময় দেওয়া হয় বিদ্রোহী শিবসেনা বিধায়কদের। ২৪ ঘণ্টার সময়সীমা ফুরোতেই বিদ্রোহীদের চ্যালেঞ্জ শিবসেনার। আর আলোচনা নয়, এবার মোকাবিলার পথে হাঁটবে দল, বার্তা শিবসেনার। বিদ্রোহীরা অনাস্থা প্রস্তাব আনার আগেই, বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা। আস্থা প্রস্তাব পেশ হলে, গুয়াহাটি থেকে বিদ্রোহী বিধায়কদের হাজির হতে হবে মুম্বইতে। নিজেদের আস্তানা থেকে এই বিধায়কদের বাইরে বার করতে চাইছে শিবসেনা নেতৃত্ব। এদিকে মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। ১২-র পর আরও ৫ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা। নতুন ৫ বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে