নদিয়ার কুপার্সে গোষ্ঠী কোন্দলে (Inner Clash) জেরবার বিজেপি (BJP)। রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানালেন জেলার কয়েকজন বিক্ষুব্ধ নেতা। গেরুয়া শিবিরের (bjp) অন্দরের ক্ষোভকে কটাক্ষ তৃণমূলের। দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে একতার বার্তা দিল জেলা বিজেপি (BJP) নেতৃত্ব।