¡Sorpréndeme!

Ananda Sakal: মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপি-র জোট সরকার মহাসঙ্কটে

2022-06-24 52 Dailymotion

মহারাষ্ট্রে (Maharastra) শিবসেনা (Shiv Sena), কংগ্রেস (Congress), এনসিপি-র (NCP) জোট সরকার মহাসঙ্কটে। বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে ৪২ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে, গতকাল উদ্ধব ঠাকরের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন বিধায়ক। সময় যত গড়াচ্ছে, ততই অঙ্কের খেলায় দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ ১৭ জন বিধায়ককে সাসপেন্ড করার আর্জি জানিয়ে মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের কাছে চিঠি দিয়েছে শিবসেনা। আগে ১২ জন বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছিল। আজ আরও ৫ বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আজই এ নিয়ে শুনানির সম্ভাবনা। অন্যদিকে, গতকাল রাতেই মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারকে চিঠি দিয়ে একনাথ শিণ্ডে জানিয়েছেন, তিনি শিবসেনার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। চিঠিতে সই রয়েছে ৩৭ জন শিবসেনা বিধায়কের। এই পরিস্থিতিতে আজ বেলা ১২টায় মুম্বইয়ের শিবসেনা ভবনে বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। বিকেল ৪টেয় শিবসেনার সাংসদদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। এরপর কাউন্সিলরদের সঙ্গে সন্ধে ৭টায় বৈঠক রয়েছে তাঁর।