West Midnapur News: ট্রেন আসতে দেখে লাইনে ঝাঁপ রেলকর্মীর, প্রাণে বাঁচলেন যাত্রীর
2022-06-24 110 Dailymotion
লাইনে পড়ে গিয়েও রেলকর্মীর (Rain Worker) তত্পরতায় প্রাণ বাঁচল এক যাত্রীর। খড়গপুর (Kharagpur) ডিভিশনের বালিচক স্টেশনের ঘটনা। সাহসিকতার জন্য ওই কর্মীকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।