¡Sorpréndeme!

Ananda Live: মহারাষ্ট্রে টানাপড়েন, গুয়াহাটিতে তৃণমূলের বিক্ষোভ, আক্রমণ শানালেন মমতাও। Bangla News

2022-06-23 14 Dailymotion

উদ্ধব-সরকারের উপর চাপ বাড়িয়ে গুয়াহাটিতে আরও ২ বিদ্রোহী। শক্তি বাড়িয়ে শিণ্ডে শিবিরে ৪৪ বিধায়ক (MLA), উদ্ববের সঙ্গে ১১জন। গুয়াহাটিতে (Guwahati) শিণ্ডে শিবিরের সঙ্গে যোগ দিলেন আরও ২ বিধায়ক। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, এনসিপির (NCP) বৈঠকে বার্তা পাওয়ারের। মহারাষ্ট্র টানাপড়েনে মমতার নিশানায় বিজেপি (BJP)। গুয়াহাটিতে তৃণমূলের বিক্ষোভ। আপে যোগ দিতে চান প্রাক্তন বাম সাংসদ লক্ষ্ণণ শেঠ। কোচবিহারের মেখলিগঞ্জকে, জলপাইগুড়ির অন্তর্গত বলে উল্লেখ। দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট নিয়ে তৈরি বিতর্ক।