কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের পর এবার ইডি-র তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক-পত্নীকে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় আসছে ইডি-র অফিসারদের একটি দল। খবর সূত্রের। এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়।সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সেই সূত্রেই আজ সিজি কমপ্লেক্সে তলব অভিষেকজায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।