¡Sorpréndeme!

Ananda Live: মহারাষ্ট্রের মহাসঙ্কটে নতুন মোড়! মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়লেন উদ্ধব ঠাকরে I Bangla News

2022-06-22 15 Dailymotion

মহারাষ্ট্রের মহাসঙ্কটে নতুন মোড়! বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিণ্ডেকেই মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিলেন NCP প্রধান শরদ পাওয়ার। শিণ্ডেকে মুখ্যমন্ত্রী মানতে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে কংগ্রেসও। আজ উদ্ধব ঠাকরের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন পাওয়ার। তারপরেই বিদ্রোহী মন্ত্রী একনাথ শিণ্ডেকে চ্যালেঞ্জ করে উদ্ধব ঠাকরে বলেন, ভিন রাজ্যে কেন? সামনে আসুন, তিনি ইস্তফা দিতে তৈরি। পাল্টা শিণ্ডেকে উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে বিজেপি। সঙ্কটের মুখে শেষ লড়াই চালিয়ে যেতে চান উদ্ধবও। এখনই ইস্তফা নয়, জানিয়ে দিল শিবসেনা। এদিকে আজই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছাড়ছেন উদ্ধব ঠাকরে।