¡Sorpréndeme!

Aj Banglay: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ইস্তফার জল্পনা উড়িয়ে জানিয়ে দিল শিবসেনা I Bangla News

2022-06-22 49 Dailymotion

পতনের মুখেও লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ উদ্ধব ঠাকরে। ‘ইস্তফা দেবেন না উদ্ধব ঠাকরে, সুযোগ পেলে বিধানসভায় শক্তিপরীক্ষা'। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ইস্তফার জল্পনা উড়িয়ে জানিয়ে দিল শিবসেনা। বিদ্রোহে ইতি টানতে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেন পাওয়ার। পাল্টা চাপ তৈরি করে শিন্ডেকে উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাব বিজেপির। একনাথ শিন্ডের সমর্থনে মহারাষ্ট্রের ৪৬ জন বিধায়ক থাকার দাবি। নতুন চিফ হুইপের নাম ঘোষণা করল একনাথ শিন্ডে গোষ্ঠী। সুরাত থেকে গুয়াহাটি গিয়ে দফায় দফায় বিদ্রোহীদের সঙ্গে বৈঠকে শিন্ডে।