মহারাষ্ট্রের মহাসঙ্কটে নতুন মোড়, শিন্ডেকে চ্যালেঞ্জ উদ্ধবের। কিছুক্ষণের মধ্যেই গুয়াহাটি থেকে সাংবাদিক বৈঠক করবেন শিন্ডে। ‘ভিন রাজ্যে কেন? সামনে আসুন, ইস্তফা দিতে তৈরি’, বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডেকে চ্যালেঞ্জ উদ্ধব ঠাকরের।