নিয়োগ সংক্রান্ত ২টি মামলায় তথ্য চাইল ইডি, খবর সূত্রের। মামলাকারীদের আইনজীবীদের কাছে তথ্য চাইল ইডি, এমনটাই খবর। ‘একাদশ-দ্বাদশের মামলাকারী ববিতা সরকারের আইনজীবীর কাছে তথ্য তলব। নবম-দশমের মামলাকারী আব্দুল গনি আনসারির আইনজীবীর কাছে তথ্য তলব। নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইডির তৎপরতা, খবর সূত্রের। ববিতা সরকারের মামলায় চাকরি গিয়েছিল পরেশ কন্যা অঙ্কিতার। আব্দুল গনি আনসারির মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে।