¡Sorpréndeme!

Presidential Election 2022: যশবন্ত সিন্‍‍হাই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী

2022-06-21 250 Dailymotion

যশবন্ত সিন্‍‍হাই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী। যশোবন্ত সিন্হার নামেই বিরোধীদের সিলমোহর। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে যশোবন্তের ইস্তফা। দিল্লিতে ১৮টি বিরোধীদলের বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত। যশবন্ত সিন্হাকে সমর্থন আপ-টিআরএসের, দাবি পাওয়ারের। ২৭ জুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন যশোবন্ত সিন্হা।