অগ্নিপথ-মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল কেন্দ্র। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে কেন্দ্রের বক্তব্য শোনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে মোদি সরকার। অগ্নিপথ প্রকল্প নিয়ে সর্বোচ্চ আদালতে এখনও পর্যন্ত ৩টি পিটিশন দাখিল হয়েছে।