¡Sorpréndeme!

Yashwant Sinha : মমতাজি আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, যশবন্ত সিন্হার ট্যুইট

2022-06-21 270 Dailymotion

বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনার মাঝেই যশবন্ত সিন্হার ট্যুইট। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি ট্যুইটে লেখেন, মমতাজি আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দলের কাজ থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত, তিনি আমার এই সিদ্ধান্ত অনুমোদন করবেন। ট্যুইটে লেখেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিন্হা।